ডাক্তার স্বাস্থ্যন্ত্রীর কাছে আমার চাওয়া…
ডাক্তার স্বাস্থ্যন্ত্রীর কাছে আমার চাওয়া…
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর একজন ইউরোলজিস্টকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। কারন স্বাস্থ্য সেবার বিষয়গুলো একজন চিকিৎসক ছাড়া বোঝা খুব মুশকিল।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সামন্ত লাল স্যারকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দানের জন্য। আমি আশা করি নতুন স্বাস্থ্য মন্ত্রীর হাত ধরে আমাদের দেশের স্বাস্থ্য সেবা খাত প্রাণ ফিরে পাবে।
আমার চাওয়া:
১) স্বাস্থ্য সেবার একদম প্রথম ধাপ হবে কমিউনিটি ক্লিনিক, এখানে একজন প্যারামেডিক সেবা প্রদান করবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের বাসার পাশেই হতে হবে। এজন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জেনারেল প্র্যাকটিশনার সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এভেইলএবল করতে হবে।
২) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ফির বিনিময়ে রোগীর ডায়াবেটিস, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির জন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জেনারেল প্র্যাকটিশনার এর রেফারেল বাধ্যতামূলক। তবে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পরামর্শ অনুযায়ী জরুরী রোগী ভর্তি করা যাবে। ঠিক একইভাবে জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ভর্তির ক্ষেত্রে একই রেফারেল অবশ্যই থাকতে হবে।
৪) উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন নিশ্চিত করতে হবে।
৫) ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন খুব জরুরী। হাসপাতাল বেজড নিয়োগ হলে ট্রান্সফার এর জটিলতা থাকবে না, পোস্ট শূন্য হয়ে বছরের পর বছর থাকবে না।
৬) প্রতিটি হাসপাতালের বাজেট নির্দিষ্ট করে দিয়ে হাসপাতালগুলো নিজস্ব আয় দিতে যেন চলতে পারে তার ব্যবস্থা করা উচিত। ফ্রি বা ১০ টাকার টিকিট দিয়ে স্বাস্থ্য সেবা প্রদান বন্ধ করা উচিত।
৭) প্রাইভেট প্র্যাকটিশনারদের প্র্যাকটিস লাইসেন্স জিপি বা বিশেষজ্ঞ হিসেবে নিতে হবে। জিপিদের প্র্যাকটিসের জন্য এলাকা নির্দিষ্ট করে দিতে হবে। ওই এলাকার সকলের স্বাস্থ্যসেবার দায়িত্ব ওই নির্দিষ্ট জিপি সেন্টারের উপর দিতে হবে।
৭) স্বাস্থ্য সেবার যে কোন অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর করার ব্যবস্থা করতে হবে। অল্টারনেটিভলী প্রতি জেলায় জেলায় বিএমডিসির জেলা কার্যালয় স্থাপন করা উচিত এবং রোগীদের যে কোন অভিযোগের নিষ্পত্তি করানোর ব্যবস্থা করা উচিত।
৮) স্বাস্থ্য শিক্ষা নিয়ে নতুন করে ভাবা উচিত। মেডিকেল শিক্ষার মত জটিল শিক্ষা ব্যবস্থার জন্য ছাত্রছাত্রী নির্বাচন যেন সঠিক হয় তার ব্যবস্থা করা উচিত। মাটি উর্বর না হলে ভালো ফলন সম্ভব নয় সেদিকে দৃষ্টি দেয়া উচিত। মেডিকেল কলেজ, মেডিকেল শিক্ষার আধুনিকায়ন জরুরী। উন্নত দেশের মেডিকেল কলেজ কিভাবে হয়, একটি দেশে কতটি মেডিকেল কলেজ প্রয়োজন সেসব দেখে সিদ্ধান্ত নেয়া উচিত। কোনভাবেই মেডিকেল শিক্ষাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত হবে না।
৯) মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও রোগীর ব্যবস্থা করা উচিত। কারা শিক্ষক হবেন কারা রোগীদের সেবা দিবেন ( কনসালটেন্ট) তার বিভাজন সুনির্দিষ্ট হওয়া উচিত।
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
প্রতিষ্ঠাতাঃ ডাক্তারখানা (জিপি সেন্টার)।